আবার ভালোবাসার সাধ জাগে গানটির থেকে অনুপ্রাণিত হয়ে তুহিন হোসেনের এই নির্মান - Nishomoy

Nishomoy

Afran nisho

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 26, 2021

আবার ভালোবাসার সাধ জাগে গানটির থেকে অনুপ্রাণিত হয়ে তুহিন হোসেনের এই নির্মান

রচনা ও চিত্রনাট্য : সরোয়ার রেজা জিমি
পরিচালনায় : তুহিন হোসেন ভাইয়া।
অভিনয়ে : আফরান নিশো ভাইয়া ও মেহেজাবিন চৌধুরী আপু ❣
আবার ভালোবাসার সাধ জাগে গানটির থেকে অনুপ্রাণিত হয়ে তুহিন হোসেনের এই নির্মান।
শায়ন্ত আর প্রিয়তার এই গল্পটি মুক্তি পাওয়ার কথা ছিলো নজরুল জয়ন্তিতে কিন্তু মুক্তি পেলো এবারের ঈদে। সেদিক থেকে বহুল অপেক্ষাকৃত নাটক এটি।
জার্মানি ফেরত শায়ন্তর সাথে প্রিয়তার দেখা হয় বুক স্টোরে। দূর্ভাগ্যবশত একটি বই অবশিষ্ট ছিলো সেই বইকে কেন্দ্র করেই তাদের কথা শুরু। পরে অবশ্য দেখা গেলো তারা একই বাসার বাসিন্দা। মানে শায়ন্তর নিচের ফ্ল্যাটেই থাকে প্রিয়তা। তবে শায়ন্তর ভালো লেগে যায় এই মেয়েটাকে। বলতে চায় ভালোবাসার কথা কিন্তু প্রিয়তা শুনতে রাজি নয় হয়তো কোনো কারণ আছে অবশ্যই। সেই কারণটাই গল্পের মেইন টুইস্ট। ১২ বছর পর আবারও কোনো এক বুক স্টোরে তাদের দেখা। বসে কথা বলতে বলতে একটু ঝালিয়ে নেয় আগের স্মৃতিগুলো। এরকম ভাবেই গল্পটা আবহমান ছিলো। ধীর ছিলো তবে উপভোগ যোগ্য ছিলো। এই ঈদের শেষ দিনে মুক্তি পেয়ে ঈদের আমেজটা যেন পরিপূর্ণ করে দিলো তুহিন হোসেনের এই নাটকটা। নাটকের সিনেমাটোগ্রাফি অত্যন্ত ভালো লেগেছে। নিশো-মেহজাবীন তো পারফেক্ট জুটি। দুজনেই অভিনয় করে গেছেন তাল মিলিয়ে। ওভারওল গল্পটা খুবই সফট আর ভালো ছিলো ।
না দেখলে দেখে নিন এখুনি নিচের লিংকে গিয়ে..........
নাটক লিংক : 👇 https://youtu.be/EdnNzP_saCQ













 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot