"কোন এক উদাসী বিকেলে "কাজলরেখা" - Nishomoy

Nishomoy

Afran nisho

Post Top Ad

Your Ad Spot

Monday, March 22, 2021

"কোন এক উদাসী বিকেলে "কাজলরেখা"

 "কোন এক উদাসী বিকেলে

দেখেছি তোমায় খোলা চুলে
সামনে এসে তুমি দাঁড়ালে "
"কাজলরেখা"💔
টাকার পিছনে ছুটে অন্ধ হয়ে গেছি,টাকার কাছে হেরে যায় সহজ সরল ভালোবাসা, হেরে যায় ভালোবাসার মানুষ গুলো, পরিবার বুঝে শুধু টাকা থাকলেই মেয়ে সুখী থাকবে। অথচ একটিবারের মতোও দেখেনা মেয়েটাকে কার উপ-র ছেড়ে দিচ্ছে। আজকাল কার কালচারে মেয়েকে ছেলের সাথে বিয়ে দেয় নাকি টাকার কাছে সেটা বুঝা বড় দায়।টাকা থাকলেই যে মেয়েটা সুখে থাকবে এমন কি কোনো কথা আছে?অথচ পরিবার এমনি বুঝে।
যাইহোক অসাধারণ পরিপাটি মনোমুগ্ধকর পরিবেশে দুটি মানুষকে একটি প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছেন" কাজলরেখা"গল্পটা সহজ সরল হলে-ও শত না পাওয়া ভালোবাসার মানুষ গুলোর অন্তরে দাগ দিয়ে গেছে।
একাধিক নাটক করায় নিশো মেহজাবীন জুটিতে যদি-ও আমি বিরক্ত, তবুও কাজলরেখায় তাঁদের অভিনয় কে প্রশংসা না করলেই নয়।অনেক সুন্দর অভিনয় করছে নিশো আর মেহজাবীন তো এসব শান্ত স্বভাবের চরিত্র পেলে ফাটিয়ে দেয়।🥀
মিজানুর রহমান আরিয়ান যে সাধারণ গল্প কে অসাধারণ ভাবে উপস্থাপন কর সেটা আবারো কাজলরেখা দিয়ে বুঝিয়ে দিয়েছে।
গল্প ভাবনায় আফরান নিশো অনন্য 🥀
দেখতে হলে ক্লিক করুন এই লিঙ্কে 👎







No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot